হাতিয়ায় জেগে ওঠা চর নিয়ে সুদূরপ্রসারী ভাবনা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় নতুন জেগে ওঠা চর নিয়ে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা করেছে। এ অঞ্চলজুড়ে গড়ে ওঠবে ম্যানগ্রোভ বাগান। সে লক্ষ্যে এই অঞ্চলে চলতি বছরে ২২ লাখ ২০ হাজার কেওড়া গাছের চারা রোপণ করার কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী বন বিভাগ ওই অঞ্চলে কেওড়া গাছের চারা রোপণ করেছে।

শনিবার হাতিয়ার নলচিরা থেকে উত্তর পূর্বদিকে চারাগুলো রোপণ করা হয়। চারা রোপণ করেন উপপ্রধান বন সংরক্ষক এবং টেকসই বন জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।

সুফল পরিচালক গোবিন্দ রায় বলেন, ম্যানগ্রোভ বাগানটি ভবিষ্যতে উপকূলীয় সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। এটি ভবিষ্যতে শক্তিশালী ঘূর্ণিঝড়, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের আঘাত রোধ করে মানুষের জানমাল রক্ষা করবে। এই বেষ্টনী বাংলাদেশের ভূমি বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্যও সমৃদ্ধ করবে।  

চারা রোপণের সময় নোয়াখালী জেলার সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষ্মীপুর জেলার সহকারি বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাতিয়ার নলচিরা রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিন, হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //